যশোরের বাঘারপাড়া ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের প্রশংসাপত্র দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশংসাপত্র বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে পাঁচশ টাকা করে অর্থ আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। এতে নিরুপায় হয়ে পড়েছে শিক্ষার্থীরা। এক প্রকার বাধ্য হয়ে টাকা দিয়ে প্রশংসাপত্র নিতে হচ্ছে তাদের।
দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চললেও ঊধ্বর্তন কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অ্যাসাইনমেন্ট বাবদ প্রায় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে টাকা নেওয়া বন্ধ হয়। এছাড়াও কলেজে ভর্তি ও পরীক্ষার ফরম পূরণেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
মোহাম্মদ আলী, শাহাবুদ্দীন, জুন্নুন হুসাইনসহ একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, পাঁচশ টাকার কমে কোনো শিক্ষার্থীকে প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না। বিভিন্ন কলেজে একই রকম নিয়ম। এমন অযুহাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। টাকা না দিলে প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।