বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে সোমবার (১৪ নভেম্বর) এ আসনবিন্যাস প্রকাশ করা হয়।
আগামী ১৮ নভেম্বর রাজধানী ঢাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ লিখিত পরীক্ষা নেয়া হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- মিরপুরের গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুরের সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও তালতলার বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া কোনো কাগজ, মুঠোফোন, ক্যালকুলেটর বা অন্য কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষেধ। পরীক্ষার্থীদের কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না। উল্লেখ্য, গত ১০ মে এই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। আসনবিন্যাস দেখতে ক্লিক করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।