৫৫ বছর বয়সী বেলায়েত শেখের ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ার কাঙ্ক্ষিত সেই স্বপ্নপূরণ হলো না। ঢাবির ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেও তিনি উত্তীর্ণ হতে পারেননি।
স্বপ্ন ভেঙে গেলেও হার মানতে রাজি নন বেলায়েত শেখ। তিনি লড়বেন আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তিযুদ্ধেও।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশিত হয়। ঘোষিত ফলাফলে বেলায়েত শেখ অকৃতকার্য হয়েছেন। এতে বেলায়েতের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেল।
তবুও থেমে যাবেন না বেলায়েত শেখ। আগামী ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘সি’ ইউনিট ও ২২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন তিনি।
ইতোমধ্যে রাবি ও জাবির প্রবেশপত্র হাতে পেয়েছেন বেলায়েত শেখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল জেনেছেন বেলায়েত শেখ এতে তিনি থেমে বিষন্ন মন নিয়ে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
মঙ্গলবার বিকালে কথা হয় বেলায়েত শেখের সঙ্গে। তিনি জানান, ঢাবির ভর্তি যুদ্ধে হেরে বিচলিত হয়ে পড়লে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় এর প্রভাব পড়বে। তাই তিনি ঢাবিতে খসে পরার কথা না ভেবে অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন সাজেশন ও গাইড বই পড়ছেন। এ সময় কথা হয় তার সঙ্গে।
তিনি বলেন, আমি তুলনামূলক ভালো পরীক্ষা দিয়েছিলাম। তবুও পরীক্ষার ফল খারাপ এসেছে। আমার স্বপ্ন, আমার মায়ের স্বপ্ন ও আমার পরিবারের সদস্যদের স্বপ্ন ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। কিন্তু সেই স্বপ্ন আমার পূরণ হলো না।স্বপ্ন পূরণ না হলেও পড়ালেখা চালিয়ে যেতে চান বেলায়েত শেখ।
তিনি বলেন, আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু সেই স্বপ্ন তো আমার পূরণ হলো না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছি।
আমি সেই পরীক্ষায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছি। রাতদিন বিভিন্ন ভর্তি গাইড ও সাজেশনের সহযোগিতা নিচ্ছি। এছাড়াও যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন তাদের সঙ্গে যোগাযোগ করছি- কেমন প্রশ্ন হতে পারে সেগুলো জানছি।
আমাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফোন করে পরামর্শ দিচ্ছেন। আমি এতে বেশ উৎসাহ পাচ্ছি। স্বপ্ন পূরণে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি।
বেলায়েত বলেন, আমার কাছে নিজেকে বয়স্ক লাগে না, ইয়ংয়ের মতোই লাগে। কিছু চুল পেকে গেছে। এগুলো কালি দিয়ে রাখি। কারণ কালি দিয়ে না রাখলে এগুলোর জন্য নিজেকে বয়স্ক মনে হয়। আর তখন মনটা দুর্বল হয়ে যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।