মেহেদী হাসান, রবিবা প্রতিনিধি : আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণদের মূল ভূমিকা পালন করতে হবে- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

৯ আগস্ট (বুধবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৩ পালন করা হয়। আজ বিকাল ৫.৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের লেকচার থিয়েটারে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি নির্বিশেষে সকল তরুণকে মূল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি সকলকে উন্নয়ন পরিকল্পনায় রেখেছেন।

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো: রিফাত-উর-রহমানের সভাপতিত্বে আলোচক হিসেবে আলোচনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ তানভীর আহমেদ। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীসহ শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।