ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে নতুন সভাপতি হয়েছেন প্রফেসর ড. রেবা মন্ডল। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে তিনি আজ যোগদান করছেন বলে জানানো হয়।

এর আগে ২৭ মে প্রফেসর ড. নূরুন নাহারের সভাপতি হিসেবে মেয়াদ শেষ হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১)-এর ধারা অনুযায়ী ড. রেবা মন্ডলকে সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডল বলেন, ‘বিভাগের একাডেমিক কার্যক্রমকে তরান্বিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। সাংস্কৃতিক অঙ্গণ, খেলাধূলা সহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে বিভাগকে এগিয়ে নিতে চাই। বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিষয়ে সভা-সেমিনার ও সচেতনতামূলক প্রোগ্রাম করার চিন্তাভাবনা আছে। সর্বোপরি বিভাগকে এগিয়ে নিতে ও একাডেমিক গতিশীলতা আরো বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’