ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সন্ত্রাস ও জঙ্গিবাদ মূলোৎপাটনের দাবিতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ।
বুধবার (১৭ আগস্ট) দুপুর ২ টায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে দলীয় ট্রেন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি তন্ময় সাহা টনি, আল-মামুন, মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সী কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, রকিবুল ইসলাম, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মো. মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরাসহ প্রায় শতাধিক নেতাকর্মী প্রমুখ।
২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে দেশব্যাপী সিরিজ বোমা হামলা সংগঠিত হয়। শাখা ছাত্রলীগ ওই সময়ের বোমা হামলাকে ন্যাক্কারজনক ঘটনা বলে প্রতিবাদ জানান।
এসময় ‘হই হই রই রই তারেক চোর কোথায় তুই, ‘একটা দুইটা শিবির ধর ধরে ধরে জবাই কর, ইত্যাদি শ্লোগান দেয় তারা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, অনেকে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার লক্ষ্যে গোপনে কাজ করে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেই গুপ্তচর জামাত-বিএনপি ও শিবিরের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনাার হাতকে মজবুত করতে আমরা বদ্ধপরিকর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।