বেরোবি প্রতিনিধি: বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে  টানা ৩৩ দিনের ছুটিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

আগামীকাল থেকে ৮ মে সোমবার পর্যন্ত ৩৩দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এবারে নির্ধারিত সময়ের ৩ দিন আগে থেকে এসব ছুটি কার্যকর শুর হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ সূত্রে জানা যায়, বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডিমেক ও প্রসাশনিক কার্যক্রম বন্ধ থাকবে ৯ এপ্রিল রবিবার থেকে ৮ মে পর্যন্ত। কিন্ত ৬ থেকে ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকায় তিনদিন আগ থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে।