কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সাড়ে ১০ টায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মুহসিন জামিলেরর সঞ্চালনায় ও সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ তুহিনের সভাপতিত্বে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৪০৯ নম্বর কক্ষে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ১৫ ও ১৬ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হয়।
এই কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন, দ্বিতীয় হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী রিয়াজ আহমেদ, তৃতীয় হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী রিপন ভৌমিক। পরবর্তীতে বিজয়ীদের মাঝে বই বিতরণ ও নবীনদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সংগঠনটির সদস্যরা।
সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম বলেন,
“আপনি যখন মানসিকভাবে শান্তিতে থাকবেন, তখন দেখবেন আপনারা অনেক কঠিন সময় কীভাবে পাড়ি দিয়েছেন আপনি বুঝতেও পারবেন না। মানসিক শান্তি আপনাকে যেকোনো যুদ্ধ মোকাবিলায় সাহস যোগাবে। আমি খুব অবাক হয়েছি এই সংগঠনের ছাত্ররা সিলেটের বন্যা পরবর্তী সহযোগিতায় আপনারা যে ফান্ড কালেক্ট করেছেন এটা দেখে। আমরা সকলেই দেশের মানুষের প্রতি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের কাজ করে যেতে হবে।
সংগঠনটির সহ-সভাপতি মোহাম্মদ তুহিন আহমেদ বলেন, ‘পড়াশোনা সমাপ্তের পর আত্মনির্ভরশীল হতে হবে। সিলেট অঞ্চলের মানুষের চাকুরির চেয়ে লন্ডন প্রবাসী হওয়ার ব্যাপারে বেশি আগ্রহী। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।