জাগো বাহে কোনঠে সবাই” স্লোগানের ধারক  জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

১৩ জানুয়ারি (শুক্রবার) জেলার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জবির উপদেষ্টা মন্ডলীর সর্বসম্মতিক্রমে আগামী এক (০১) বছরের জন্য রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলাল বাবু , সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাজবুল ইসলাম।  অত্র কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে।

সভাপতি মো. আলাল বাবু বলেন, সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় উপদেষ্টামন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সে সাথে রংপুর জেলা ছাত্র কল্যাণকে একটা মডেল ছাত্রকল্যাণ হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা বদ্ধ পরিকর। আমার উপর অর্পিত দায়িত্ব যেন সুন্দরভাবে পালন করতে পারি এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।