জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক অসুস্থতাজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর আশু রোগমুক্তি কামনা করে ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য (রুটিন দায়িত্ব ) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপাচার্যের আরোগ্য লাভে সবাইকে দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, বাংলাদেশ ছাত্রলীগ জবি শাখার সভাপতি ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, কর্মচারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।