গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সি-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে (শনিবার) অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল ৯৫ দশমিক ৭৬ শতাংশ । অনুপস্থিত ছিল ৪ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেয় প্রায় প্রায় ১২ হাজার পরীক্ষার্থী এবং উইল লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ (উপকেন্দ্রে) অংশ নেয় প্রায় ৩ হাজার পরীক্ষার্থী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিভিন্ন হল পরিদর্শন করেন।এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড.মোঃ রইছ উদদীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান এবং প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন,পরীক্ষা সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গত পরীক্ষায় দেরিতে আসায় এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই। আজকে নির্ধারিত সময়ের পরে আসলেও অনেক পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়েছে।
ভর্তি পরীক্ষা শেষে মো. আব্দুল আজিজ নামের এক ভর্তি পরীক্ষার্থী বলেন,পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্ন সহজ হয়েছে, ৮০ টা উত্তর করছি ৭০ এর মতো পাবো।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগে পড়ার ইচ্ছা তার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।