মোঃ জাকিউর রহমান, ঢাকা প্রতিনিধি: গতকাল ১০ মার্চ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি-তে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির নবীনবরণ অনুষ্ঠান-২০২২।
“এখানে মুক্ত তোমার প্রাণ , গাও হে তোমার গান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাগত জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির সদ্য নির্বাচিত সদস্যদের। ব্যান্ড সোসাইটির সভাপতি এনায়েত এইচ. মনন এর সভাপতিত্বে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. মিজানুর রহমান, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন এর সহ-সভাপতি শেখ মনিরুল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটির মডারেটর অধ্যাপক মাহবুবুর রহমান লিটু।
আলোচনা অনুষ্ঠান শেষে শুরু হয় ব্যান্ড শো। এতে গান পরিবেশন করেন ব্যান্ড কোলস্ল, মেকানিক্স ও চান্দের গাড়ীসহ আরো অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।