বিশ্বব্যাপী জনগনের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘দ্য শেখ হাসিনা ইনশিয়েটিভ’ নামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ কতৃক স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আজ বুধবার(২৪ মে) বেলা ১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গণ মিনার থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি,সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন।আনন্দ শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।

আনন্দ মিছিল শেষে জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি বলেন, বাংলাদেশের সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্যকে এ দেশের নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সব মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্যে ১৯৯৮ সালে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করেছিলেন, যা সারাদেশের তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় সরকারের প্রাথমিক স্বাস্থ্যসেবার সুফল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। কিন্তু পরিতাপের বিষয় ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় এসে প্রান্তিক জনগোষ্ঠীর এই অনন্য চিকিৎসা সেবাকেন্দ্র কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুণরায় ২০০৯ সালে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে আবারও গণমানুষের এই চিকিৎসা সেবা চালু করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু কন্যার মস্তিষ্কপ্রসূত  কনসেপ্ট ‘দ্য  শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ নামে কমিউনিটি ক্লিনিক সম্পর্কিত একটি রেজল্যুশন পাশ হয়েছে। শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ক্লিনিক পেয়েছে বিশ্বস্বীকৃতি। সারা বিশ্ব এখন শেখ হাসিনার উদ্ভাবিত এই স্বাস্থ্যসেবাটি অনুসরণ করবে। জাতিসংঘের এই স্বীকৃতি অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে  আমরা আনন্দ মিছিল করেছি। দেশ ও মানবতার কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আজ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেয়েছে, সারা বিশ্ব আজ দেশরত্ন শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ।