রাকিব রিফাত,ইবি প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (নবীন) শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে বিভাগের এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভগের ছাত্র উপদেষ্টা কমিটির আহবায়ক প্রফেসর ড. তোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল মোত্তালিব।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগটির প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুল্লাহ, প্রফেসর ড. আব্দুল মালেক, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. আবু সাইদ মোহাম্মদ আলী, প্রফেসর ড. ওয়াবাইদুল ইসলাম, প্রফেসর ড. এ কে এম মফিজুল ইসলাম, প্রফেসর ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী, প্রফেসর ড. কাউসার বাকি বিল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রফেসর ড. কামরুল ইসলাম ও প্রফেসর ড. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাহফুজুর রহমান বলেন, আমরা চাই না আমাদের ছেলে-মেয়েরা রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করুক। পড়ার টেবিল থেকে নিজেকে মুক্ত করলে এটা আমাদের আনন্দিত করবে না। তাই তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান ফয়সাল, বিপ্লব খন্দকার, সিহাব উদ্দিন। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাসানুজ্জামান।
আজ ইবির ৩৬টি বিভাগে একযোগে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হয়েছে।
২০৯টি আসন ফাঁকা রেখেই ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশনা বিভাগগুলো শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।