এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে ৩য়বারের মতো হতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪।১৩ বছর পর আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল (৩১ মে) এবং শেষ হবে ১ জুন।
৩০ মে এক প্রেস কনফারেন্সে আয়োজন নিয়ে ব্রিফিং করেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক তুর্জয় চৌধুরী এবং সহ-সভাপতি (প্রশাসন) মাহমুদুল হাসান লোমান।
আয়োজকরা জানান,’মগজে দূর করি মননের কলঙ্ক’ এই স্লোগানকে সামনে রেখে ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আগামীকাল ৩১ মে উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে শুরু হবে।মোট ৩২টি বিশ্ববিদ্যালয়ের টিমের অংশগ্রহণে উদ্বোধনী দিনে ৬ রাউন্ডে বিতর্ক অনুষ্ঠিত হবে।সেরা ২টি দলের মধ্যকার ফাইনাল রাউন্ড আগামী ১ জুন অনুষ্ঠিত হবে।এছাড়াও ফাইনালে বিজয়ী দলের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আগামী ১ জুন অনুষ্ঠিত হবে।বিতর্কের পরিচালনায় ৩০জন বিচারক এবং ২ শতাধিক আয়োজক কমিটি এই আয়োজনে যুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।