বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মকসেদুল বারী ও সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো: নেওয়াজ শরীফ মনোনীত হয়েছেন।
বুধবার (১০ মে) দুপুরে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি লোকপ্রসাশন বিভাগের নেসার উদ্দিন , গনিতের সৌমাদিত্য রায় সৌরভ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের মো: সোলেমান আলী, যুগ্ম সম্পাদক সমাজ বিজ্ঞানের তারেক হাসান, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহিনুর পারভেজ লিখন।
সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করব। বেরোবিতে স্মার্ট জেলা হিসেবে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতিকে রুপান্তরিত করতে চাই। জেলার ইতিহাস ঐতিহ্য সস্কৃতি তুলে ধরবো। সবাই একসাথে হয়ে আমরা এগিয়ে যাবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।