মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে’ বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণকরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত “বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ” এর ৩য় আসরের মশাল প্রজ্বালন করা হয়েছছে।
সোমবার (২২ আগস্ট) বঙ্গবন্ধুর পুণ্যভূমি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এ আসরের মশাল প্রজ্বালনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম অংশগ্রহণ করেন।
সকাল ৭:৩০ মিনিটে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দ ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে গৌরবের পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। বেলা ১১:০০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ১২:৩০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা প্রাঙ্গণে মুজিব শতবর্ষের ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী মশাল প্রজ্বালন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। মশালটি সকল উপাচার্যের হাত ঘুরে জাতীয় ক্রীড়াবিদ ফিরোজার হাতে গেলে তিনি মশাল স্ট্যান্ডে তা স্থাপন করেন।
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপের সাফল্য কামনা করে এক প্রতিক্রিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবন গঠনে সহায়তা করে। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ আমাদের নতুন প্রজন্মকে উজ্জীবিত করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মেজবাহ উদ্দিনসহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দ, রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি ও সংশ্লিষ্ট ফেডারেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।