বেরোবি প্রতিনিধি: পাকা জামের মধুর রসে রঙিন করা মুখ। চলছে বাংলা ক্যান্ডোরের মধুমাস জ্যৈষ্ঠ। বৈচিত্রময় ফল দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (বিকাল) বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে মধু মাসের ফলগুলোর মধ্যে ছিলো আম, জাম, কাঠাল, লিচু, কলা, পেয়ারা, লটকন, ড্রাগন, আমড়া, আনারস, আপেল ,কমলাসহ বাহারী রকমেরর মৌসুমি ফল।
ফল উৎসবে মৌসুমের সবগুলো ফল একসাথে খেতে পেরে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন সমিতির সদস্যরা। তারা বলেন, একসাথে সবার সাথে সব ধরণের ফল খাওয়া হয়নি। এভাবে সকলে একসাথে ফল খাওয়ার অনুভূতি ছিল এক অন্যরকম।
ফল উৎসবে অতিথি হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী। তিনি জানান, ফল উৎসব একটি ব্যতিক্রমী আয়োজন। এরমাধ্যমে ক্যাম্পাসে সংগঠনের সদস্যদের মধ্যে পারিবারিক অনুভূতি তৈরি হয় ও সকলের মধ্যে বন্ধনের সমন্বয় ঘটে।
বেরোবিসাসের সভাপতি ও সম্পাদক বলেন, এ সময় বাড়িতে থাকলে পরিবারের সদস্যরা মিলে ফল খাওয়া হতো। আর বেগম রোকেয়া সাংবাদিক সমিতি একটি পরিবারের মতো। তাই সাংবাদিক সমিতির সদস্যরা মিলে এ আয়োজন করা হয়েছে। এ উৎসবের আয়োজকরা সকলে শিক্ষার্থী। এ ধরণের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।
প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।