মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘মোদির দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান’, ‘নুপুর শর্মার দুই গালে, জুতা মারো তালে তালে ইত্যাদি স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, আজকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসুল (সা.) কে নিয়ে জঘন্য মিথ্যাচার করেছে বিজেপির দুই নেতা। এর প্রতিবাদে দ্বীনি মুসলমানরা জেগে উঠেছে। পবিত্র কুরআনের ঘোষণা অনুযায়ী রাসুলকে নিয়ে কেউ কিছু করে তাহলে সে নির্বংশ হয়ে যাবে। আমরা বাংলাদেশ সরকারকে স্পষ্টভাবে তাদের অবস্থান জানান দিতে বলেছি। আমরা সর্বমহলে ভারতের সবকিছু বর্জন করার ঘোষণা দিচ্ছি।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (স.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।