রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইস্যুস এন্ড ডিসকোর্সেস এরাউন্ড লিবারাল আর্টস এন্ড হিউম্যানিটিস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে ১৩ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষক ২২৩টি প্রবন্ধ উপস্থাপন করবেন।

বুধবার (৯নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ডিনস্ কমপ্লেক্স ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. ফজলুল হক।

লিখিত বক্তব্যে তিনি জানান, ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলা অনুষদের ডিন অধ্যাপক মো. ফজলুল হক।

কলা অনুষদের অধিকর্তা ফজলুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন, ডিনস কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুম, ড. মো. শহিদুল্লাহ একাডেমিক ভবনের ১৪৭, ১৪৯, ১৫০, ২০৩, ২০৪ নাম্বার রুমে মোট সাতটি ভ্যেনুতে একই সাথে ২৭টি একাডেমিক সেশন অনুষ্ঠিত হবে। প্রতিটি সেশনে একজন করে সেশন চেয়ার থাকবেন। প্রতিটি সেশনে ৭ থেকে ৮টি প্রবন্ধ পাঠ করা হবে।

তিনি আরও বলেন, কনফারেন্সের বিষয় নির্ধারণ করা হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইস্যুস এন্ড ডিসকোর্সেস এরাউন্ড লিবারাল আর্টস এন্ড হিউম্যানিটিস। বাংলা, ইংরেজী, আরবী, ফারসি ও উর্দু এই পাঁচটি ভাষায় প্রবন্ধ আহ্বান করা হয়েছিল। বাংলাদেশ, ভারত, আমেরিকা, ফ্রান্স, ইরান, নেপাল, পাকিস্তান, তুরস্ক ও তাজাকিস্তানের শিক্ষক ও গবেষকগণ কনফারেন্সে অংশগ্রহণের জন্য প্রবন্ধ জমা দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রায় চার শতাধিক প্রবন্ধ জমা পড়ে। সম্মেলনের এডিটোরিয়াল বোর্ডের সদস্যগণ যাচাই বাছাই শেষে ২২৩টি প্রবন্ধ মনোনীত করেছেন। প্রবন্ধ পাঠ ছাড়াও বিভিন্ন দেশের শিক্ষক, গবেষক ও কলা অনুষদভুক্ত বিভাগের মাস্টার্স শ্রেণীর দুই শতাধিক শিক্ষার্থী কনফারেন্সে অংশগ্রহণ করবেন। ১৪ নভেম্বর সন্ধ্যায় সিনেট ভবনে এ সম্মেলন সমাপ্ত হবে।

এবারের সম্মেলনে শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গুরমেট সিং-কে ‘নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী’ সম্মাননায় ভূষিত করা হবে। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামের ‘মুক্তিযুদ্ধকালীন এক সংগ্রামী মা’ মোসা. আনসারী খানমকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক এ.এফ.এম মাসউদ আখতার এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. কামাল উদ্দিন।