আগামী ২৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে যা চলবে ২৭ জুলাই পর্যন্ত। এবার তিনটি ইউনিটে (এ, বি, সি) প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতবারের ন্যায় এবারও বহুনির্বাচনি প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় এবার মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

জানা যায়, আগামী ২৫ জুলাই (সোমবার) ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিফট অনুযায়ী এদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গ্রুপ-১ (বিজ্ঞান) রোল: ১০০০১ থেকে ২৭৬৮৩ এবং গ্রুপ-১ (অ-বিজ্ঞান) রোল: ৯০০০১ থেকে ৯১৬৭৫ শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২ (বিজ্ঞান) রোল: ৩০০০১-৪৭৬৮৪। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গ্রুপ-৩ (বিজ্ঞান) রোল: ৫০০০১-৬৭৬৮৪ এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত গ্রুপ-৪ (বিজ্ঞান) রোল: ৭০০০১-৮৭৬৮৪ ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৬ জুলাই (মঙ্গলবার) ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গ্রুপ-১ এর ১০০০১ থেকে ২৬৮১০ রোলধারীদের, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২ এর রোল: ৩০০০১-৪৬৮০৯, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গ্রুপ-৩ রোল: ৫০০০১-৬৬৮০৯ এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত গ্রুপ-৪ এর ৭০০০১-৮৬৮০৯ রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৭ জুলাই (বুধবার) ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গ্রুপ-১ (বাণিজ্য) রোল: ১০০০১ থেকে ২৭৭১১, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২ (বিজ্ঞান) রোল: ৫০০০১ থেকে ৬২৪৩৭ এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গ্রুপ-৩ (মানবিক) রোল: ৭০০০১ থেকে ৭৮৪৭৩ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর admission মেন্যু থেকেও দেখা যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাবিতে ভর্তি পরীক্ষায় তিন ইউনিট মিলে আবেদন করেছে ১ লাখ ৭৮ হাজার ২৮৬ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ এবং ‘সি’ ইউনিটে ৭১ হাজার ৪১০ ভর্তিচ্ছু।