রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের এডহক কমিটির নতুন সভাপতি হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ইমরান চৌধুরী আকাশ ও সাধারণ সম্পাদক গণিত বিভাগের শিক্ষার্থী মো. আহসান হাসান হাবীব সৌরভ।

গতকাল বৃহস্পতিবার ( ১৫জুন)  সংগঠনটির মহাসচিব কে এম শহিদুল্লাহর এবং সাংগঠনিক সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ রতনের স্বাক্ষরিত প্যাডে  এ কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন, মিলন কুমার রায়, রনি শর্মা, জ্যুতি সরকার, আরিফা খাতুন, উম্মে হাবিবা, কাওসার আহমেদ, মাসুদ রানা, মেহেরাজ হোসাইন, আব্দুল্লাহ আল আসিফ, সাজিদুল ইসলাম, সবুজ কুমার, আবু সালেহ মো নাহিদ, দিপক চন্দ্র পাল, জিহাদ মন্ডল, ফরিদ হাসান, মুন্না বিশ্বাস, দুর্জয় চন্দ্র শীল, লাবু ইসলাম।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নতুন সভাপতি এমরান চৌধুরী আকাশ বলেন, এই সংগঠনের জন্ম ৩৩ বছর আগে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক। ঢাকাসহ সারাদেশেই শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকবো। তিনি আরও বলেন, ক্যাম্পাসে সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সচেষ্ট হবো।