গতকাল ১০ রমজান ১৪৪৩ হিজরি, ১২ এপ্রিল ২০২২ খ্রিষ্টাব্দ মঙ্গলবার, বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের আয়োজনে এক বিশাল ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন হয়।
প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই মাহফিলে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মোহাম্মদ আলী নকী, উপ-উপাচার্য ইউনুস মিয়া ও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. বি.সি বসাক সহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।
জানা যায় সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী মাহমুদুল হোসাইন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিপার্টমেন্টের অন্য শিক্ষার্থী আরমান, রিয়াজ ও রাকিব সহ প্রত্যেক ব্যাচের সি.আর এবং আরো অগণিত শিক্ষার্থীর পরিশ্রমে বিশাল এ আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা একক ডিপার্টমেন্ট হিসেবে এত শিক্ষার্থীর অংশগ্রহণে এই ইফতার মাহফিল দেখে মুগ্ধতা প্রকাশ করেন। আগত শিক্ষার্থীদেও চোখেমুখেও দেখা গেছে আনন্দ ও প্রশান্তি ছাপ।
অনেকেই এটিকে মিলন মেলা বলেও আখ্যায়িত করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।