জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঈদুল আযহা উপলক্ষে ১৬ দিনের লম্বা ছুটি শুরু হচ্ছে।

১৩জুন মঙ্গলবার  বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো.ওহিদুজ্জামান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৫ জুন রবিবার হতে ৬ জুলাই তারিখ বৃহস্পতিবার পর্যন্ত  মোট ১২ দিন শ্রেণীকার্যক্রম  বন্ধ থাকবে।২৩জুন ও ২৪জুন এবং ৭জুলাই ও ৮ জুলাই (শুক্রবার,শনিবার)  সাপ্তাহিক ছুটি হওয়ায় অতিরিক্ত ৪ দিনসহ মোট ১৬ দিন ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা।

এছাড়াও, ২৫ জুন রবিবার হতে ৩ জুলাই  সোমবার পর্যন্ত সকল ইনস্টিটিউট,বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

এসময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী পরিসেবা (বিদ্যুৎ,পানি,গ্যাস,টেলিফোন, ইন্টারনেট,নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।