চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি কটেজ থেকে গতকাল সোমবার এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে ছয় পৃষ্ঠার একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, হতাশা থেকে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী রবিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসক বলেছেন, মদ পানের কারণে গুরুতর অসুস্থ অবস্থায় শিক্ষার্থীটিকে হাসপাতালে আনা হয়েছিল।
গতকাল দুপুর ১টার দিকে চবির শাহজালাল হলের বিপরীতে এস আলম কটেজ থেকে অনিক চাকমা নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। অনিক ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাঙামাটি জেলার বালুখালী ইউনিয়নে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ওসি মো. কবির হোসেন বলেন, ওই শিক্ষার্থীর একটি সুইসাইড নোটে তাঁর বিভিন্ন হতাশার কথা লেখা আছে।
অন্যদিকে মদ পানে মাসরুফ মুহিত (২৩) নামের রুয়েটের শিক্ষার্থী রবিবার রাত ২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থায় মারা যান।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন চবি প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।]
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।