মোঃ জাকিউর রহমান, ঢাকা: আজ ৩ জুন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা শুরু হয়েছে। ভর্তি পরিক্ষা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষার্থী সহায়তা ও তথ্য কেন্দ্র স্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে শিক্ষার্থীদের আসনবিন্যাস করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তারই আলোকে বিভিন্ন হল ছাত্রলীগকে ভিন্ন ভিন্ন কেন্দ্রের দায়িত্ব দেয়। অমর একুশে হল ছাত্রলীগের দায়িত্ব পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনে।
অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ. মনন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ এর নেতৃত্বে সেখানে আসন প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ও সহায়তার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়। অমর একুশে হল ছাত্রলীগ শিক্ষার্থীদের সিট বিন্যাস, তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণ ও পরীক্ষা শেষে তা তাদের মধ্যে বুঝিয়ে দেয় । তাছাড়া শিক্ষার্থিদের সুপেয় পানি বিতরন করা হয় ও অভিবাবকদের বিশ্রামের ব্যাবস্থা করা হয় অমর একুশে হল ছাত্রলীগের পক্ষ থেকে।
দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে জানা যায় একজন শিক্ষার্থী ভুলে C ইউনিটের পরিবর্তে D ইউনিটের admit card নিয়ে চলে আসে। তৎক্ষণাৎ অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ. মনন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগের নির্দেশে হল ছাত্রলীগ কর্মী শেখ মেহেদী হাসান ও রাসেল খান জয় ঐ শিক্ষার্থীর admit card প্রিন্ট করে নিয়ে আসে। স্বপ্ন ভঙ্গের হাত থেকে বেঁচে যায় সেই শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের এমন উদ্যোগে ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। ছাত্রলীগের এমন উদ্যোগকে তারা সাধু প্রশংসা জানায় আগত অভিভাবকগণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।