ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ।
বৃহস্পতিবার (২৬ মে) পরিষদের সভাপতি, প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জিয়া পরিষদের নেতৃবৃন্দরা বলেন, শতবর্ষের ইতিহাস-ঐতিহ্যে ভরা গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে হামলা এবং পরে সুপ্রিমকোর্টে আশ্রয় নেয়া নেতাকর্মীদের ওপর সরকার পরিচালনাকারী দলের ছাত্র সংগঠন কর্তৃক বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃবৃন্দরা আরও বলেন, একটি স্বাধীন দেশে বারবার সফলতার সাথে রাষ্ট্র পরিচালনাকারী বৃহৎ দলের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের ওপর এ ধরনের নির্যাতন সহ্য করা যায় না। এসময় নেতৃদ্বয় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।