কুবি প্রতিনিধি: আন্তঃ বিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্ট উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়য়ের হকি দলের সাথে কুমিল্লা জেলা হকি দলের মধ্যে প্রীতি এক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৫-২ গোলে জয়লাভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হকি দল।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলমের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
মনিরুল আলম বলেন, আন্তঃ বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের প্রস্তুতি জন্য এই খেলা আয়োজন করা হয়। আমরা আশাবাদী এইবারে আরও ভালো করবো।
কুমিল্লা জেলা টিমের সদস্য সাহেদুজ্জামান রাহাত বলেন, টিমটি অনেক ভালো। আমরা চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম চ্যাম্পিয়ন হোক।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় হকি টিম বিগত তিনটি আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টেই তৃতীয় স্থান ধরে রেখেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।