‘একতার মেলবন্ধনে আমরা’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাত্রা শুরু করেছে ‘দাদু পরিষদ’। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম সুমনকে আহ্বায়ক ও ইতিহাস বিভাগের প্রথম বর্ষের সাজ্জাদ হোসেন সজিবকে সদস্য-সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা ফজলুল হক হলে কেক কাটার মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু হয়। পরে একটি আনন্দ র‌্যালি বের করেন সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালিটি শের-ই বাংলা হল থেকে শুরু হয়ে জোহা চত্ত্বর ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে পরিষদের উপদেষ্টা মণ্ডলীর হোসাইন মো. সাজ্জাদ, পীরে কামেল মিলন, নুরুজ্জামান খান ও ওয়াসিফ রিয়াদ কমিটির অনুমোদন করেন।

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক ইতিহাস বিভাগের সোহান হাসান ও আকরাম হোসেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইবতেশাম শান্ত, মীর কাদির ও বিল্লাল হোসেন। কমিটিতে আজীবন সাহিত্য, সংস্কৃতি ও শৈলী সম্পাদক হিসেবে সাংবাদিকতা বিভাগের রনি আহমেদকে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাজিদ হোসেন, জাবের আহমেদ, আশিকুর রহমান এবং ইতিহাস বিভাগের ইমন হোসেন, অনুপম পাড়ই, মোহাম্মাদ কাউসার ও মেহেদী হাসান হিরন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় দাদু পরিষদ একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। বন্ধুদের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও আজীবন স্থায়ী করতে এই পরিষদ গঠন করেছেন বলে জানান নেতাকর্মীরা।