রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) সাইকেল চুরির সময় হাতেনাতে একজনকে আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বিশ^বিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ ঘটনা ঘটে। পরে প্রক্টর দফতরের মাধ্যমে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতের নাম মো. আজিবর (৩৫)। সে নগরীর মেহেরচণ্ডী বাগানপাড়া এলাকার মৃত মজুর ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে পরিবহন মার্কেটে সাইকেল চুরির সময় শিক্ষার্থীরা হাতেনাতে আজিবরকে আটক করে। উপস্থিত সকলে উত্তম মধ্যম দিলে প্রক্টরিয়াল বডি এসে তাকে উদ্ধার করে। পরে প্রক্টরের মাধ্যমে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে সে সকালে আরেকটি সাইকেল চুরির কথা স্বীকার করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় মেহেরচণ্ডী এলাকার একটি বাঁশঝাড় থেকে সাইকেলটি উদ্ধার করা হয়।
বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছাত্ররা চোরকে আটক করে আমাদের কাছে দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী আমরা সাইকেলটি উদ্ধার করেছি। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, চোর আমাদের হেফাজতে আছে। তার বিরুদ্ধে এখনও মামলা হয়নি। মামলা হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।