সাজ্জাদ হোসেন,রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলসহ ৩দফা দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানায় শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিলো করে।

তাদের দাবিগুলো হলো- ফেল করা শিক্ষার্থীদের ভর্তি বাতিল করতে হবে, পোষ্য কোটা বাতিল করতে হবে, জালিয়াতির মাধ্যমে যারা ভর্তি হয়েছে তাদের ভর্তি বাতিল এবং জালিয়াতির সাথে যারা জড়িত তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

কর্মসূচিতে রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ অন্তর বলেন, ‘ফেল করেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি এই অনিয়ম কোনো ভাবেই সমর্থন যোগ্য না। যারা মিনিমাম ৪০ পেয়েও পাশ করতে পারে না। এমন অযোগ্যদের ভর্তির সুযোগ দিছে প্রশাসন। অযোগ্য শিক্ষার্থীরা ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের উচ্চশিক্ষার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। প্রশাসন যদি এই পৈত্রিক কোঠা বন্ধ না করে তাহলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন অবরুদ্ধ করতে বাধ্য হবো।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অযোগ্য শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের জন্যই কি প্রতিষ্ঠিত হয়েছে? সাধারণত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোঠা রাখা হয়। তাহলে কি আমাদের শিক্ষকরা তাদের কে পিছিয়ে পড়া জনগোষ্ঠী মনে করে? আবার এরাই পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা হবে। আমরা এই অযৌক্তিক কোঠা বাতিলের দাবি জানাই।’

রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, ‘যারা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী তাদের জন্য কোটা ব্যবস্থা চালু করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এদের সন্তানরা কোনো অর্থেই সুবিধাবঞ্চিত নয়। ভর্তি পরীক্ষায় যেখানে পাশ নম্বর ৪০, সেখানে তাদেরকে ৩০ নম্বরেও ভর্তি করা হচ্ছে। অনতিবিলম্বে তাদের ভর্তি বাতিলসহ পোষ্য কোটা বাতিল করতে হবে।’

দর্শন বিভাগের শিক্ষার্থী আশিকুল্লাহ মুহিবের সঞ্চালনায় কর্মসূচিতে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।