রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের আয়োজনে ‘মাঠ পর্যায়ে জৈব সারের উৎস ও ব্যবস্থাপনা’ বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকালে জেলার পবা উপজেলার দারুশা গ্রামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার অর্থায়ন করেছেন UKRI, GCRF ও South Asian Nitrogen Hub।

এ সময় কর্মশালার প্রধান আলোচক অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান বলেন, মাটির চারটি অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে অন্যতম হলো জৈব উপাদান যা দিন দিন কমে যাচ্ছে। উক্ত এলাকায় গৃহস্থালির বর্জ ও গোবর এলাকাবাসী পুড়িয়ে ফেলে বা নষ্ট করে। এসব জৈব উপাদান জৈব সার হিসেবে জমিতে সঠিক ব্যবস্থাপনায় দিলে জমির প্রাকৃতিক, জৈব ও রাসায়নিক গুণাবলির উন্নতি ঘটে। এতে রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমে প্রাকৃতিক সারের উপর নির্ভরশীলতা বাড়ে। এতে মাটির স্বাস্থ্য ভালো হবে ও উর্বরতা বাড়বে। অর্থেরও সাশ্রয় হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএইচডি গবেষক মো. তারিকুল ইসলাম, স্থানীয় নেতৃবৃন্দরা ও অর্ধশতাধিক মাঠপর্যায়ের কৃষক।