বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামে যুদ্ধনীতি ও সমসাময়িক বিশ্বে যুদ্ধ আইন বেসামরিক জনগোষ্ঠীর সুরক্ষার উপর একটি তুলনামূলক অধ্যয়ন’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় আইন বিভাগের উদ্যোগে অনুষদের সভা কক্ষে এটি শুরু হয়।
আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দা সিদ্দিকা, বিভাগের প্রফেসর ড. নুরুন নাহার, প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রফেসর ড. আতিকুর রহমান, প্রফেসর ড. আনিচুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এসময় আইন বিভাগের প্রফেসর ড. জহুরুল ইসলামের তত্ত্বাবধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বজলুর রহমান।
সেমিনারে বক্তারা বলেন, ইসলামে যুদ্ধনীতি ও সমসাময়িক বিশ্বে যুদ্ধ আইনে বিশেষ বিশেষ জরুরী পরিস্থিতিতে বৃহত্তর কল্যান-শান্তি-শৃংখলার খাতিরে যুদ্ধের অনুমতি রয়েছে। সেক্ষেত্রে কোন অবস্থাতেই বেসামরিক বস্তুর মধ্যে স্থাপনা বস্তুুকে আক্রমণের নিশানা করা যাবেনা ও সবক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতিতে বেসামরিক ব্যাক্তি ও বস্তুুর মধ্যে পার্থক্য করতে হবে। যুদ্ধকালীন বেসামরিক জনগোষ্ঠী সুরক্ষায় ইসলামী যুদ্ধনীতি ও সমকালীন যুদ্ধআইনের মধ্যে মূলত কোন পার্থক্য নেই। এক্ষেত্রে উভয়ের আইনই পরস্পর সংগতিপূর্ণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।