কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ময়লা ফেলার বক্স বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৩ আগস্ট) দুপুর ১২ টায় হল প্রশাসনের পক্ষ থেকে এ বক্স বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ মো. মিজানুর রহমান, হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্ত এবং সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহসহ আবাসিক শিক্ষার্থীরা।
এ বিষয়ে মো. মিজানুর রহমান বলেন, ‘হলের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টা আমার নজরে আসে। আমি পরিচ্ছন্নতা কর্মী দিয়ে প্রায়ই পরিষ্কার করাই। তারপরও আমার কাছে মনে হয়েছে যে ময়লা ফেলার একটা নির্দিষ্ট জায়গা না থাকার কারণে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়টা আমরা ঠিকভাবে করতে পারি নি।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে বক্স সিস্টেম ১২ টা ময়লা ফেলার জায়গা দিয়েছি। পরবর্তীতে প্রতিটা ফ্লোরে আরও একটা করে দেওয়া হবে। যেটা হবে ঝুড়ি সিস্টেম যেখানে শুকনো ময়লাগুলা ফেলা হবে। এভাবেই ধীরে ধীরে আমি একটা শৃঙ্খল হল তৈরি করার চেষ্টা করব।