আর এম রিফাত,বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-আজহার ছুটি শেষে শুক্রবার সকাল ১০ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। একইসঙ্গে শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের দাফতরিক ও রবিবার থেকে একাডেমিক কার্যক্রম পুরোদমে চলবে।ক্লাস-পরীক্ষা থাকায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।
বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রার সূত্রে, এর আগে ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং ২ থেকে ১৩ জুলাই পর্যন্ত দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ২ জুলাই সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দিয়েছিল কর্তৃপক্ষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।