জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১২টি সাংস্কৃতিক সংগঠনের জোট জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ২০২৩-২৪ সেশনের নির্বাচন আগামী শুক্রবার (১৪ জুলাই) অনুষ্ঠিত হবে। ঐ দিন নির্বাচনের তফসিল ঘোষণা, কাউন্সিল আহ্বান, নির্বাচন ও দায়িত্ব হস্তান্তর পর্ব অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) জোটের সভাপতি সৌমিক বাগচি বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌমিক বাগচি জানান, শুক্রবার (১৪ জুলাই) বিকেল পাঁচটায় কাউন্সিল আহ্বান করে নির্বাচনী কার্যক্রম এর সূচনা করা হবে। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নির্বাচনে ১ জন সভাপতি, ২ জন সহ-সভাপতি, ১ জন সাধারন সম্পাদক, ১ জন সহ-সাধারণ সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, ১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন দফতর সম্পাদক, ১ জন প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ৩ জন কার্যনির্বাহী সদস্য সহ মোট ১২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ১২টি সাংস্কৃতিক সংগঠনের একজন করে প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান এবং এই ১২ টি সাংস্কৃতিক সংগঠনের বর্তমান পদধারী ব্যক্তিবর্গ উল্লেখিত যেকোনো পদে প্রার্থী হতে পারবেন। ১২ টি সাংস্কৃতিক জোট হলো – সুস্বর, আনন্দন, ধ্বনি, জুডো, জাডস, জহির রায়হান ফিল্ম সোসাইটি, চিরকুট, জলসিড়ি, সিনে সোসাইটি থিয়েটার টিএসসি, থিয়েটার অডিটোরিয়াম ও চারণ।
নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই নানাবিধি সাংস্কৃতিক আয়োজন, পুনর্মিলনী, স্মৃতিচারণ ও প্রীতিভোজের আয়োজন করা হবে।
নির্বাচনের বিষয়ে সৌমিক বাগচি বলেন,‘ সাংস্কৃতিক সংগঠন গুলো জাহাঙ্গীরনগরে খুবই প্রতিকূল অবস্থায় আছে, আমাদের দায়িত্বরত কার্যকরী কমিটি এখান থেকে উত্তরণের জন্য চেষ্টায় আছি এবং আমাদের চেষ্টা জারি থাকবে যেন মৌলবাদী কোনো শক্তি জাহাঙ্গীরনগরে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। একই ভাবে অন্য যেকোনো অশুভ শক্তি সেইটা ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকুক বা অন্য যেকোনো ছত্রছায়ায় থাকুক, আমরা জাহাঙ্গীরনগরকে সুষ্ঠু স্বাভাবিক শিক্ষার পরিবেশ রাখার চেষ্টা করে গেছি এবং করে যাবো।’
উল্লেখ্য, গত জুন মাসের ১৬ তারিখ জোটের নির্বাচন হওয়ার কথা থাকলেও ভর্তি পরীক্ষা ও ঈদের ছুটি থাকায় তা পিছিয়ে যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।