বীরের লেখা নাম
মোঃ মামুন মোল্যা
স্বে”ছাচারী এলো বাংলায় মারল মানুষ কত?
দগ্ধ বাড়ি দগ্ধ গাড়ি পরিবার কত শত।
জুলুম রুখতে জেগেছে বীর পথে করে রণ,
তোমাদের ত্যাগ বাংলার মানুষ রাখছে হৃদ মম কোন।
বাংলার আকাশ মেঘে ঘেরা চলছে লাশের খেলা,
মার কোল খালি করছে অভিশাপ বক্ষে যেনো শত জালা।
সকাল বেলা যুদ্ধে চলছি সন্ধা বেলায় আসি
সকাল বেলা দুঃখে মরি সন্ধা বেলা হাসি ।
বাধা ভেঙে রাজ পথ -ঘাট রক্তে ভিজিয়েছি
যখন নবলব্ধ রবি আনছি কেড়ে বীর নাম লিখছে জনগন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।