আদর্শ ছেলে
রাশেদুল ইসলাম
প্রার্থনা করি বিধাতা তোমায়
আদর্শ ছেলে দাও,
ভয়কে যে করিবে জয়
সাতরিয়ে আনিবে নায়োও।
যুদ্ধ মাঠে জীবন দিতে
করিবেনা কোন দ্বিধা,
হাজারো দুশমন শেষ করোনই
হইবে তাদের খিদা।
উঠিবে সাফল্যের জয় জয়কার
পরাজয় ছাড়িবে দুনিয়া,
শান্তি সুখে মানুষ রবে
জোসনা আনিবে কাড়িয়া।
বুকটা রবে টানটান
শির রহিবে উচু,
মানবের জন্য করিবে কাজ
মঙ্গল কামনায় শুধু।
হিংসাটাকে ছুড়বে তারা
অথৈ সাগর জলে,
ধ্যান ধারনায় মগ্ন হয়ে
যেন মঙ্গলের কথা বলে।
নব কুন্জে ফোটাতে ফুল
জীবন রাখিবে বাজী,
মায়ার কাননে শুভাষ ছড়াতে
হাজারো মরনেও রাজি।
দেশকে বাসিবে অনেক ভালো
গড়িবে নতুন ধরা,
কানোন ডালিতে ফুল আনিতে
এগিয়ে যাবে ওরা।
ফুলে ফুলে সাজিয়ে নিবে
কাননের ডালি খানা,
কন্টক নামের দুশমনকে
জন্মিতে করিবে মানা।
সোনায় সোনায় ভরাবে দেশ
কভু যাবে না পিছু,
কানন ডালিতে ফুল আনিতে
যুদ্ধ মাঠে হইবে যিশু।
হিমালয়ে পড়িলেও ভেঙ্গে
মাথায় লহিবে ভার,
গোটা ধরাটা ঢাকিলেও আধারে
আনিবে আলোক দ্বার।
সর্প দাত ভাঙ্গিতে রবে
পাহারের মতো অটল,
স্বর্গ বাগিচা সাফাই করিয়া
রাখিবে তারে সচল।
ফুলের গন্ধে নব কুন্জে
হারিয়ে যাবে বিষ,
শতো সফলতায় রহিলেও কন্ঠক
তা করিবে নির্বিষ।
স্বর্গ মায়েরে রাখিতে আলোতে
যেন আধার কাটিতে চায়,
ঐসূর্যটাকেও ছিনিয়ে আনিতে
গ্রহ করিবে জয়।
এমন ছেলে রহিলে ধরায়
মনুষ্য পাবে সুখ,
দুনিয়া থেকে হারিয়ে যাবে
হিংস্র নামের দুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।