ঈদ এসেছে ঈদ
শাকিল সাঈদ
বাঁকা চাঁদের মিষ্টি হাসি
ঈদ এসেছে ঈদ,
খোকাখুকি ঈদ আনন্দে
চোখে নেই’কো নিদ।
আনন্দের জোয়ারে আজ
ভাসছে সবার মন,
সব মানুষে মিলেমিশে এক
সবাই সবার আপনজন।
সব ভেদাভেদ ভুলে গিয়ে
গাইছে সাম্য সুরে,
তাই তো এতো খুশির জোয়ার
প্রতিটি ঘরে ঘরে।
সকাল বেলা গোসল শেষে
মিষ্টি খাওয়ার ধুম,
সবার ওই কপালে যেন
আনন্দ আঁকে চুম।
নামাজ পড়ে খোদার কাছে
প্রার্থনা করে সবে,
এমন আনন্দ সবার মনে
যেন অমর হয়ে রবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।