কবিতাঃ “অন্বেষণ”
লেখাঃ নাহিদ নার্ম
আমি খুব একা, বেশ ক্লান্ত।
গ্রীষ্মের খরায় ফেটে চৌচির হয়ে যাওয়া,
ওই খেতের মতো।
আমি খুবই নিঃসঙ্গ,
তুমুল বৃষ্টিতে দল হারিয়ে একলা ভিজে যাওয়া,
কোনো কাকের মতো।
আমি খুবই অবহেলিত,
রাস্তার পাশে অনাদরে, অবহেলায় পরে থাকা,
ওই আগাছার মতো।
আমি কোনোদিন কারো প্রিয়জন হতে পারি নি,
যাদের আমি আমার প্রিয়জন ভাবতে গেছি!
দেখেছি তাদের কাছে আমি কেবল,
প্রয়োজন হয়ে আছি।
যাদের অতীতের কষ্ট মুছে দিতে,
এই বুক পেতে দিয়েছি,
তারা ঠিকই দুঃখ মুছে, মেরেছে বুকে ছুরি।
আমায় কেউ কোনদিন ভালোবাসেনি,
যাকেই ভালোবাসতে চেয়েছি, সেই দিয়েছে ফাঁকি।
নিঃস্ব আমায় ছেড়ে কোনো কর্পোরেটের হাতে হাত রেখে উড়িয়েছে সুখ পাখি।
আমায় নিয়ে কেউ কোনদিন সংসার করে নি,
লাল নীল আলোয় ভরা এই মিথ্যার শহর!
আমায় কভু সংসারী করে নি।
মাঝে মাঝে বুঝেছি, অবাক হয়ে ভেবেছি!
সৃষ্টির সেরা মানুষের কেন আজ এই গতি?
বাইরের চাকচিক্যই দেখেছে ওরা,
তাই, আমায় বোঝেনি ।
তারিখঃ ২৪/০৩/২১,সিলেট-ঢাকা মহাসড়ক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।