লেখক: কার্ত্তিক চন্দ্র রায়
সুখে দুঃখে হাসপাতলে,মুমূর্ষ রোগীর সাথে জীবন কাটাই সেবার মাঝে ,থাকি দিনে রাতে।
আহাজারি স্বজন কাঁদে ,প্রিয়জনের বিদায়।নিয়তির খেলা ধরনীর বুকে,বুজানো কঠিন দায়।
মেথোর মুছির চেয়ে আমি,কোন অংশে, কম নই গন্ধ ঘৃনা সব মানিয়ে,আমি সেবিকা রই।
আড়ি চোখে দেখে কতো,এই সমাজের মানুষ সেবিকা আমি, নিম্ন কাজে,যেনো অমানুষ।
অহংকারী কতজন,কত ভাবে বুকে।হৃদয় যেনো ব্যথায় ব্যথায়,পাথর হলো শোকে।
কার্ত্তিক বলে দেশের মানুষ,রাখো তবে হুষ।সন্মান রাখো কাজের প্রতি,নেইতো কোন দোষ।
সেবার কাজ পরম ধর্ম,কর্মে পাবেন ফল।বাকি সব যে যাই করি,জীবনের নিষ্ফল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।