পুরুষালী
                       উম্মে হাবিবা আক্তার মিম


যুগে যুগে এসেছে
পুরুষ দায়িত্ব নিয়ে কাঁধে,,
বাবা হয়েছে,ভাই হয়েছে,
কখনো বা স্বামী ছেলে ,
শৈশব গেছে খেলাধুলায়
কৌশর গেছে পাঠে
যৌবনেতে বিয়ে,,,
কিছুটা দিন গেলে পরে এসেছে
বড় প্রশ্ন
পুরুষ তুমি , কিসের এত কষ্ট,
পুরুষ হয়েছো কাঁদছো কেন,,
মেয়ে হলেই পারতে
নরম হাতে গরম খাবার করে
বসে থাকতে।।
মনে মনে পুরুষ ভাবছে
বয়স বাড়ছে
শক্তি কমছে
বাড়ছে অনেক দায়িত্ব,
ঘরের মেয়ে হচ্ছে বড় করতে হবে পার।।
বসে থাকলে হবে না মন
আবার হাল ধর।।