অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) সাংবাদিক ও সমবায় গবেষক আতিকুর রহমানের লেখা ‘সমবায় : সমস্যা ও সম্ভাবনা’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। গ্রন্থটির প্রকাশক পপ-আপ ফ্যাক্টরি (স্টল -২১০, সোহরাওয়ার্দী উদ্যান)। পরিবেশক দ্বৈতা প্রকাশ।
আতিকুর রহমান সমবায় সাংবাদিকতার অগ্রদূত হিসেবে পরিচিত। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এ বিষয়ে লেখা-লেখি করছেন। তিনি সমবায় বিষয়ে পত্রিকায় নিয়মিত কলাম লিখেন।
সমবায়: সমস্যা ও সম্ভাবনা-গ্রন্থে লেখক বাংলাদেশের সমবায় খাতের সার্বিক চালচিত্র তুলে আনার চেষ্টা করেছেন। সমবায় খাতের অতীতের অবস্থা, বর্তমান হালচাল, বিদ্যমান সমস্যা ও সংকট উত্তোরণে করণীয় নির্ধারনে সচেষ্ট হয়েছেন। গ্রন্থে কর্পোরেট বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সমবায়ের জন্যে যুগপোযোগী পথনির্দেশনা দেওয়া হয়েছে। সমবায় খাতের অর্থায়নে কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন, বিশেষায়িত বাণিজ্যিক সমবায় ব্যাংক, সমবায় খাতের সংস্কারের জন্যে কমিশনের গঠনের জন্যে যেমন রুপরেখা প্রদান করেছেন তেমনি কৃষক,তাঁতী, জেলে সহ বিভিন্ন শ্রেণি পেশাজীবীদের সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের পথনির্দেশনা দিয়েছেন।
লেখক যেহেতু পেশায় সাংবাদিক সেহেতু বিষয় উপস্থাপনায় সংবাদ রিপোর্টিং স্টাইল লক্ষণীয়। এটা গ্রন্থের একটি বিশেষ বৈশিষ্ট্য। উল্লেখ্য, এই গ্রন্থে মূদ্রিত লেখাসমূহ বিভিন্ন সময়ে দৈনিক পত্রিকা ও সাময়িকী-তে প্রকাশিত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।