বাঙালির কবি
                     চিত্তরঞ্জন সাহা চিতু


পড়েছি হাজার লেখা,
লেখা পড়ে পড়ে ঘুমের ঘোরে
কবির হয়েছে দেখা।
দেশের প্রতি ভালবাসা
বুকের মাঝে স্বপ্ন আশা
খাঁটি বাঙালি সেই প্রিয় কবি,
মনের টানে লিখতো লেখা
রং তুলিতে আঁকতো ছবি।
লিখেছে নাটক গল্প কবিতা
লিখেছে হাজারো ছড়া,
ভারি মজা লাগে পড়তে লেখা
যেন মিষ্টি ভরা।
বড্ড শান্ত ছেলে
লেখায় লেখায় মাধুরী মিশিয়ে
আপন মনে খেলে।
সেই ছেলেটি বোশেখ মাসে
আসলো ঠাকুর ঘরে,
আমাদের কবি আমাদের রবি
রয়েছে অন্তরে।