মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধি:গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাহিত্যের আসর জামালপুরে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা রেড ক্রিসেন্ট সোসাইটিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সাধুপুর হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিন্ডেন্ট ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার পর গাঙচিল জামালপুর কমিটির আহবায়ক-ইত্তেফাক-নিউ নেশনের সংবাদদাতা মো. শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্যের আসরে স্বরচিত কবিতা-গান পরিবেশন করেন-কথা সাহিত্যিক এস.এম. জুলফিকার আলী লেবু, কবি আরিফুল ইসলাম লাভলু, গীতিকার রুবেল, কবি-গীতিকার ফজলুল করিম, কবি মির্জা সোলায়মান, গীতিকার-সুরকার সেলিম রেজা, কবি পারভেজ মোশাররফ, কবি কাজী মাসুম প্রমুখ। অনুষ্ঠান গ্রন্থনা-পরিচালনা করেন-গাঙচিল জামালপুর শাখার সদস্য সচিব-সাংস্কৃতিক কর্মী খন্দকার রাজু আহমেদ ফুয়াদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।