নতুন বছরের উষ্ণতা
আব্দুল আউয়াল সৈকত
এই বছরের নতুন হাওয়া
উষ্ণতা দিলো প্রানে
যত দুঃখ যত বেদনা
ভুলে ফিরে পেলাম
নতুন বছরের দিনে ৷
পুরনো বছরের দুঃখ-দুর্দশার
পরিবর্তে সুখ
শান্তিতে পূর্ণ হোক
নতুন বছর
দেখবো আলোর মুখ ৷
ফুটবে ফুল সবার মনে
কৃষ্ণচূরা লালে
কোকিল পাখি গাইবে সুরে
কৃষ্ণচূরা ডালে ৷
অতীত থেকে শিক্ষা নিতে চাই
করবো না আর ভুল
নতুন বছর করবো বরণ
খুশিতে মশগুল ৷
নতুন বছর কাটুক ভালো
প্রতিদিনের সুখ
সুখ-শান্তিতে ভরে উঠুক
সবার হাসি মুখ ৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।