“নদী ও মন”
নিকুঞ্জ কুমার বর্মন
নদী বহে কুলুকুলু মিশে মোহনায়।
দেহ বাঁচে আশা নিয়ে মনের প্রেরনায়।।
বাঁধহীন নদীর পানি ভাসিয়ে দেয় সব।
বাঁধাহীন মনকেও যে শাস্তি দেন রব।।
বাঁধা দিলে নদী জল উঁচু দিকে চলে।
সেই জলে ক্ষেতে ক্ষেতে শস্য দানা ফলে।।
কুমনকে বাধা দিলে হবে যে মহান।
সারা জীবন পাবে খ্যাতি আর সম্মান।।
কোটি কোটি প্রাণ বাঁচে নদীর জলে।
বাঁধ না দিলে নদী ইচ্ছেমত চলে।।
কুমনকে বেঁধে মোরা হব জ্ঞানী গুণী।
দুনিয়ার সবাই যে স্রষ্টার কাছে ঋণী।।
জল কিন্তু পাত্র ভেদে তার রং নেয়।
মন যা চায় দেহ তাই সাড়া দেয়।।
জল ছাড়া নদী, কভু তারে কয় না।
মন ছাড়া দেহ কিন্তু প্রাণী হয় না।।
ভরা নদীর কুল নেই, নেই কিনারা।
মনের কি জাত!কেবা দেন যে ইশারা?
আঁকা বাঁকা পথে যে নদী ছুটে সাগর।
পাপ মুক্ত মন যায় স্রষ্টার আসর।।
মানিক ঠাকুরগাঁও( উপজেলা) রুহিয়া প্রতিনিধি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।