“পথ শিশু”

সামিয়া আঁখি

পথের ধারের ছোট্ট শিশু
থালা  নিয়ে ঘুরে,
বৃষ্টি পড়ে আকাশ থেকে
বেলুনগুলো  উড়ে।
একটু সুখের আশায় তারা
হেঁটে হেঁটে চলে,
লোকের কাছে খাবার চেয়ে
কেঁদে কেঁদে বলে!
ওগো প্রভু রহম করো
খাবার দিও তাদের,
লোকের কাছে গালি শুনে
দিনটা কাটে যাদের।
 তোমার রহমটা না পেলে
কোথায় যাবে তারা?
প্রতি রাতে বালিশ বাদে
শুয়ে থাকে যারা।
প্রতি রাতে তোমার কাছে
কান্নাকাটি করে,
লোকের কাছে তারা চেয়ে
ছেঁড়া জামা পড়ে।
উত্তরা ঢাকা
Northern university Bangladesh department of English