নয়া বছরে নয়া স্বপ্ন

বিপুল চন্দ্র রায়


 

নতুন বছর নতুন আশা

সবার প্রতি ভালোবাসা।

নতুন বছরে রাঙিয়ে মন

জয় উল্লাসে নাচি।

 

নতুন বছরে নতুন দিনে

ধর্ম পথে চলি।

নতুন বছরে নতুন ভাবে

আমি হবো মানুষ।

 

নতুন দিনের নতুন গান

জীবন মানেই যুদ্ধ।

নতুন দিনের নতুন স্বপ্ন

দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।