প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত ছড়াকার-সাংবাদিক আইয়ুব রানার ২ বইর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বাংলা একাডেমিতে ‘শোককাব্য ও ‘জাগরণের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন আয়োজনে অতিথি ছিলেন সাবেক মন্ত্রী শামসুল হকের সন্তান হুমায়ুন কবির, সমাজসেবক ও সংগঠক শিহাব রিফাত আলম, শিক্ষাবিদ শামসুল আলম শিবলী, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল হুমায়ুন হিমু, কথাশিল্পী শান্তা ফারজানা, মোমিন মেহেদী, শামিমা ফেরদৌসী প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ বলেন, আইয়ুব রানা সংবাদযোদ্ধা হিসেবে যুক্ত রয়েছেন প্রায় ৩ যুগ। সাংবাদিকতার পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে প্রচুর লিখেছেন তিনি। তাঁর সেই লেখনি মলাটবদ্ধ হয়ে পাঠকের কাছে আসায় আমরা ঋদ্ধ হওয়ার সুযোগ পাবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।